মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চন্ডীপাঠ । মহালয়ার দিন বছরের পর বছর ধরে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনার রীতিই চলে আসছে বাঙালির ঘরে ঘরে । সময়ের সঙ্গে সঙ্গে রেডিও-র পাশাপাশি টিভির মহালয়া-র সঙ্গেও জুড়ে গিয়েছে বাঙালি । ডি ডি বাংলায় প্রথম শুরু । বর্তমানে একাধিক টিভি চ্যানেলে মহালয়া দেখানো হয় । কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছেন, প্রত্যেক বছর সেদিকেও কৌতূহল থাকে দর্শকদের । চলতি বছর যেমন স্টার জলসার দুর্গা হয়েছেন কোয়েল মল্লিক । সঙ্গে বিভিন্ন রূপে দেখা যাবে সন্দীপ্তা ও মধুমিতাকে । সেই ঝলক বেশ কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে । এবার স্টার জলসা মহালয়া-র আরও একটি প্রোমো প্রকাশ্যে এনেছে । যেখানে শুধু কোয়েল, সন্দীপা বা মধুমিতা নয়, রণদেহী রূপে নজর কাড়লেন স্টারের আরও নায়িকারাও ।
গীতা এল এল বি ধারাবাহিকের গীতাকে এবার দেখা যাবে দুর্গারই আরেক রূপে । প্রোমোতে সেই ঝলকই মিলল । চোখে-মুখে তেজ, হাতে তলোয়ার নিয়ে রথে সওয়ার গীতা । এরপরেই দেখা গেল কালী রূপে দীপা ওরফে স্বস্তিকাকে । শুভ্র শাড়িতে দুর্গার আরেক রূপে নজর কাড়লেন শুভ বিবাহর সুধা ওরফে সোনামণি সাহা । অসুর নিধনে রণংদেহী রূপে এলেন কথা ধারাবাহিকের কথা ওরফে সুস্মিতা । স্টার জলসার তরফে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখা, 'অসুর নিধনে দেবীশক্তির আবাহন। মহালয়ার পুণ্যলগ্নে দেখুন রণং দেহি, আসছে স্টার জলসার পর্দায়।'
উল্লেখ্য, টেলিভিশনের দুর্গা বললেই এখনও বাঙালির চোখে, স্মৃতিতে ভাসে একজনেরই নাম । তিনি সংযুক্তা বন্দ্যোপাধ্যায় । যথাসম্ভব টেলিভিশনের প্রথম দুর্গা । এরপর পর্দায় বিভিন্ন সময় দুর্গারূপে দেখা গিয়েছে ইন্দ্রানী হালদার, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়দেরও ।
চলতি বছর জি বাংলাতে এবার দুর্গারূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে । এবার তো টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ওটিটিতেও মহালয়া । সেখানে দুর্গারূপে দেখা যাবে রাজনন্দিনী পালকে ।