পুজো আসতে আর বেশিদিন বাকি নেই । কুমোরটুলিতে ব্যস্ততা শুরু । কোথাও থিম, কোথাও সাবেকিয়ানার সাজে সেজে উঠছেন দুর্গা । রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ছে বাঁশ দিয়ে তৈরি মণ্ডপের কাঠামো, কখনও কানে আসছে ঠুকঠাক আওয়াজ । অনেকেই শুরু করে দিয়েছেন দুর্গাপুজোর শপিং । এদিকে, টলিউডেও বিভিন্ন চ্যানেলের মহালয়ার শুটিং শুরু হয়ে গিয়েছে । দিন কয়েক আগেই দুর্গারূপে স্টু়ডিওপাড়ায় দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে । মহামায়া রূপে অল্প ঝলকও শেয়ার করেছিলেন অভিনেত্রী । এবার সামনে এল স্টার জলসার মহালয়া-র প্রথম লুক । যেখানে রণংদেহী রূপে শুধু কোয়েলকে নয়, দেখা গেল আরও দুই অভিনেত্রীকে ।
স্টার জলসার তরফে একটি ছোট্ট প্রোমো শেয়ার করা হয়েছে । যেখানে দুর্গারূপে নজর কেড়েছেন কোয়েল মল্লিক । তাঁর সঙ্গেই দেখা গেল সন্দীপ্তা সেন ও মধুমিতা সরকারকে । দেবীর অন্যরূপে দেখা যাবে তাঁদের । স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানের নাম 'রণং দেহি'। তবে, স্টার জলসার অসুর কে হবেন, এখনও জানা যায়নি ।
সত্তর, আশির দশক হোক বা বর্তমান যুগ...মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শোনার রীতি চলে আসছে যুগ যুগ ধরে । দীর্ঘ বছর পেরিয়ে এখনও তিনি প্রাসঙ্গিক, তাঁর কণ্ঠ প্রাসঙ্গিক । তবে, রেডিও-র পাশাপাশি বহু যুগ ধরে টেলিভিশনেও মহালয়া দেখানো হচ্ছে । ৯০-এর দশক থেকে শুরু । সেইসময় চ্যানেল বলতে ডি ডি বাংলা । তাদের হাত ধরেই শুরু হল টেলিভিশনের মহিষাসুরমর্দিনী । আর টেলিভিশনের দুর্গা বললেই এখনও বাঙালির চোখে, স্মৃতিতে ভাসে একজনেরই নাম । তিনি সংযুক্তা বন্দ্যোপাধ্যায় । যথাসম্ভব টেলিভিশনের প্রথম দুর্গা । এরপর পর্দায় বিভিন্ন সময় দুর্গারূপে দেখা গিয়েছে ইন্দ্রানী হালদার, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়দেরও ।
চলতি বছর জি বাংলাতে এবার দুর্গারূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে । এবার তো টেলিভিশনের গণ্ডি পেরিয়ে ওটিটিতেও মহালয়া । সেখানে দুর্গারূপে দেখা যাবে রাজনন্দিনী পালকে ।