সোশ্যাল মিডিয়ায় (Social Media) নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন 'রান্নাঘর'-এর সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) । এক অনুরাগীকে ‘অশিক্ষিত’ লেখার অভিযোগে রীতিমতো সমালোচনার মুখে পড়লেন তিনি । পরে ক্ষমাও চেয়ে নেন অভিনেত্রী ।
সুদীপার একটি পোস্ট থেকে ঘটনার সূত্রপাত । দুদিন আগে অঙ্কুশের (Ankush Hazra) সঙ্গে একটি ছবি পোস্ট করেন । একটি ঢাকাই পরেছিলেন তিনি । যা দেখে এক নেটিজেন লেখেন, শাড়িটা কি ঢাকাই? নেকলেসটা কি রুপোর? নেটিজেনের এরকম প্রশ্ন দেখে রীতিমতো ক্ষেপে যান সুদীপা । তারপর সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমি জানি না বাংলা ভাষাটা আজকাল এত কঠিন হয়ে গিয়েছে কিছু মানুষের কাছে । সহজ সরল ইংরেজি বা সামান্য ইংরেজি তারা বোঝেন না । ...আমি লিখেছিলাম আমি নকল জুয়েলারি পরি না । এর মধ্যে রুপো ও সোনা দুই রয়েছে । মানুষ সত্যিই অশিক্ষিত হয়ে গিয়েছে ।’
আরও পড়ুন, Didi No 1: শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় টেলিভিশন শো, দিদি নাম্বার ওয়ান? কী বললেন রচনা?
সুদীপার এই মন্তব্যের পরেই নেটিজেনদের রোষের মুখে পড়েন সঞ্চালিকা । কেউ তাঁকে বললেন নিষ্ঠুর, কেউ আবার অহংকারী বললেন । তবে পরে গোটা ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন সুদীপা । তিনি লিখলেন, ‘না,না । একদম ভুল হয়ে গেছে । আমি অত্যন্ত লজ্জিত ও ক্ষমাপ্রার্থী । আমি ওঁকে রিপ্লাই করতে চাইনি । অন্য একজনকে রিপ্লাই করতে গিয়ে, ওঁকে ট্যাগ হয়ে গেছে । খুবই দুঃখিত ।’ তবে বহু অনুরাগী তাঁর পাশেও দাঁড়িয়েছেন ।