প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের (Susmita Sen) ভাই রাজীব সেন। বেশ কয়েক মাস ধরেই তিনি শিরোনামে। গুঞ্জন শোনা যাচ্ছিল, স্ত্রী চারু আসোপার সঙ্গে বনিবনা না হওয়ায় এক ছাদের তলায় থাকছিলেন না তাঁরা। আগামী জুন মাসেই তাঁদের পাকাপাকিভাবে বিচ্ছেদ হওয়ার কথা ছিল। সুস্মিতার ভাই রাজীবের বিরুদ্ধে শারিরীক মানসিক নির্যাতন , বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগ এনেছিলেন চারু। কিন্তু হঠাৎই যেন আমে দুধে মিলে গেল। ২৭ ফেব্রুয়ারি ছিল চারুর জন্মদিন। সেই উপলক্ষে মেয়ে জিয়ানা ও রাজীবের সঙ্গে ছবি তুলেছেন চারু। তা দেখেই চোখ কপালে নেটিজেনদের।
Virat Anushka Villa: আলিবাগের গ্রামে নতুন ভিলা কিনলেন বিরুষ্কা, বিলাসবহুল এই বাড়ির দাম কত জানেন?
কেউ বলছেন, ‘বিয়েকে ছেলেখেলায় পরিণত করেছেন এঁরা।’’ তবে চারুর কথায় ছোট্ট জিয়ানার মুখ চেয়েই সব স্বাভাবিক রাখতে চাইছেন তিনি। চারু বলেন, 'আমাদের মেয়ের যাতে কখনও মনে না হয়, মা-বাবা একে অপরের সঙ্গে কথা বলে না।'