এই মুহূর্তে TRP তালিকার শীর্ষে নিজের জায়গা ধরে রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। দীপা কার্যত দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। সম্প্রতি স্বস্তিকার কণ্ঠে গাওয়া একটি ভক্তিগীতি বেজায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Madhubani Goswami: 'ভালবাসা ডট কমের' তোড়া এবার শ্যামা মা, পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী
সম্ভবত কোনও অনুষ্ঠানে গিয়ে দর্শকদের অনুরোধেই গান ধরেছেন তিনি। পর্দার দীপার এই গুণটা জানা ছিল না দর্শকদের। ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’ গানটি গেয়েছেন স্বস্তিকা।