'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিক (Tele Serial Anurager Chhowa) এখন কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার । দীপা-সূর্যর অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে দর্শকমহলে । এবার ধারাবাহিকের ঝুলিতে এল বিশেষ পুরস্কার । বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩-এ (Bengal Achievers Award) সেরা অনস্ক্রিন কাপলের পুরস্কার পেলেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) এবং দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দু'জনেই ।
ইনস্টাগ্রামে অ্যাওয়ার্ড হাতে দিব্যজ্যোতির সঙ্গে একটি ছবি পোস্ট করেন স্বস্তিকা । এদিন স্বস্তিকা পরেছিলেন কালো রঙের পোশাক, সঙ্গে মানানসই অক্সিডাইজড কানের দুল । দিব্যজ্যোতির পরনে ছিল কালো শার্ট এবং বেইজ রঙের কোট। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, "ধন্যবাদ দর্শক। বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ সিজন ২ । সেরা অন স্ক্রিন কাপল ।" সেইসঙ্গে 'অনুরাগের ছোঁয়া' টিমকে শুভেচ্ছা জানান তিনি । উল্লেখ্য, কলকাতার একটি নামী পাঁচতারা হোটেলে বেঙ্গল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, Paoli Dam: বিশাল ভরদ্বাজের ওয়েব সিরিজে পাওলি, সঙ্গে নাসিরুদ্দিন শাহ-নিনা গুপ্তারা
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে দার্জিলিং পর্ব । সূর্য ও দীপা তাদের মেয়েদের নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন । তবে আলাদা আলাদা । পাহাড় কি শেষপর্যন্ত দু'জনের মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর করবে ? অপেক্ষায় দর্শকরা ।