টলিউডে (Tollywood) নতুন যাত্রা শুরু করতে চলেছেন 'যমুনা ঢাকি' খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjee) । এবার বড় পর্দায় নায়িকা হিসাবে ডেবিউ করতে চলেছেন তিনি । তাও আবার দেবের (Dev) বিপরীতে । শোনা যাচ্ছে,পরিচালক অভিজিৎ সেনের ছবি ‘প্রজাপতি’ (Projapoti)-তে দেখা যাবে তাঁদের । এই প্রথম বড় পর্দায় দেবের নায়িকা হিসাবে দেখা যাবে তাঁকে । আর এই ছবি দিয়েই নতুন জুটি পেতে চলেছে টলিউড ।
এদিকে, এই ছবির মধ্যে দিয়ে দীর্ঘ ৪৬ বছর পর জুটিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্করকে । ফের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে ‘মৃগয়া’ খ্যাত জুটিকে । জানা গিয়েছে, দেবের বাবার চরিত্রে অভিনয় করছেন মিঠুন । বাবা ও ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি । জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু হবে বলে খবর ।
আরও পড়ুন, Shah Rukh Khan : এবার মহিলা ক্রিকেট দলের মালিক শাহরুখ খান, CPL-এ খেলবে কিং খানের দল
এর আগে বহু বাংলা সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে । এবার একেবারে নায়িকা শ্বেতা । জানা গিয়েছে, দেবের বিপরীতে যিনি অভিনয় করবেন, তাঁর চরিত্রটা প্রথাগত নায়িকাদের মতো হবে না । তাই প্রথম থেকেই নতুন মুখ খুঁজছিলেন পরিচালক ও প্রযোজক । নতুন মুখ হিসাবে শ্বেতাকেই বেছে নেন তাঁরা ।
ছোটপর্দায় শ্বেতা ভট্টাচার্য খুব জনপ্রিয় মুখ । মোট ৭ টি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি । তার মধ্যে উল্লেখযোগ্য হল সিঁদুর খেলা, জড়োয়ার ঝুমকো, জয় কানাইয়া লাল কি (হিন্দি ধারাবাহিক), যমুনা ঢাকি ইত্যাদি ।