এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। 'যমুনা ঢাকি' ধারাবাহিকে অভিনয় করতে করতে রিল রিয়েল লাইফ মিলেমিশে হয়েছে একাকার। কখন যে দু'জন দুজনের প্রেমে পড়ে গিয়েছেন বুঝেই উঠতে পারেননি। এখন আর কোনও লুকোছাপা নেই। বরং জমিয়ে প্রেম করছেন জুটিতে। মাঝেমধ্যেই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে মাখো মাখো ছবি চোখে পড়ে। সম্প্রতি শ্বেতার সঙ্গে কোয়ালিটি সময় কাটানোর একটি ভিডিয়ো শেয়ার করেছেন রুবেল।
Sayantika Banerjee: ঘেমে নেয়ে ছবি শেয়ার, সায়ন্তিকাকে স্বল্পবসনে দেখা মাত্রই কুরুচিপূর্ন মন্তব্যের ঝড়
ভিডিয়োতে দেখা যাচ্ছে, শ্যুটিং সেরে ফিরছেন ক্লান্ত রুবেল। শহরের রাস্তায় প্রচুর জ্যাম। তাতে বেশ বিরক্তও রুবেল। এদিকে অভিনেতা কার্যত শুয়ে শুয়েই গাড়ি চালাচ্ছেন। যা দেখে হেসে গড়িয়ে পড়ার জোগাড় হয়েছে শ্বেতার। শ্বেতার মুখ না দেখা গেলেও এই ভিডিও তাঁরই রেকর্ড করা। ক্যাপশনে রুবেল লিখেছেন, “আমি যখন গাড়ি চালাই, শ্বেতা তখন আমার পাশে বসে এই ভাবেই হাসে আর আমার কাণ্ডকারখানা দেখে।"