বৃহস্পতিবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Tele Academy Awards) । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এদিন ভার্চুয়াল মাধ্যমে, বারুইপুরের টংতলায় নব নির্মিত পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি ৪ টি স্টুডিও ফ্লোর ও প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন তিনি । একই সঙ্গে, ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । এদিন, কাদের ঝুলিতে এল পুরস্কার ? দেখে নেওয়া যাক...
সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ‘মিঠাই’-খ্যাত সৌমীতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) । আর সেরা খলনায়িকার পুরস্কার পান ‘শ্রীময়ী’ ধারাবাহিকের উষসী চক্রবর্তী । সেরা অভিনেতা- আদৃত রায় । সেরা সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় । সহ-অভিনেতার পুরস্কারে জায়গা করে নিয়েছেন টোটা রায়চৌধুরী । এছাড়া, আরও অনেকেই বিভিন্ন বিভাগে বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছেন । অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাহেব চট্টোপাধ্যায় ও ইন্দ্রাণী হালদার।
এদিন এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করোনার কারণে ঘরবন্দি মানুষকে বেঁচে থাকার রসদ জুগিয়েছে এই টেলিভিশন । তিনিও রাতে সিরিয়াল দেখেন ।