'আলোর কোলে' ধারাবাহিকে নতুন হিরো-র এন্ট্রি ! তাও আবার রাধার জীবনে ! তাহলে কি আদিত্য-রাধার সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন হতে চলেছে ? ধারাবাহিকের প্রোমোতে সেই ইঙ্গিতই যেন মিলল । আর এই ধারাবাহিকের হাত ধরে ফের ছোটপর্দায় ফিরছেন ঋষভ বসু । তাঁর এন্ট্রিও যেন হল 'কুছ কুছ হোতা হ্যায়'-এর রাহুলের মতো । কিন্তু, ঋষভের এন্ট্রিতে কি দু'জনের গল্প শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে আদিত্য-রাধার একসঙ্গে পথচলা ? আগামী পর্বগুলোতেই মিলবে সেই উত্তর ।
প্রোমোতে দেখা গেল, বাস্কেট বল খেলছেন ঋষভ । ভিডিও দেখে বোঝা গেল, সিরিয়ালে তিনি উকিলের ভূমিকায় । সাহায্য চেয়ে তাঁর কাছে এসেছে রাধা । তবে, ভিডিও-র শেষেই রয়েছে চমক । দেখা গেল, রাধার পূর্ব পরিচিত ঋষভ । নতুন কোন গল্প বুনতে চলেছেন নির্মাতারা, তা দেখার জন্য উৎসাহী দর্শকরা ।
ঋষভকে এর আগে স্টার জলসার ‘খড়কুটো’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা ছবিতেও অভিনয় করেন তিনি । বুম্বাদার ডাকেই নাকি তিনি আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন ।