বাংলা টেলিজগতে ধারাবাহিকগুলির মধ্যে এখন টপে রয়েছে 'অনুরাগের ছোঁয়া'(Tele Serial Anurager Chhowa ) । প্রথম স্থান ধরে রাখতে গল্পে নিত্যনতুন মোড় আনছেন নির্মাতারা । এবার ধারাবাহিকে বড়সড় টুইস্ট আসতে চলেছে । অবশেষে যমজ সন্তানের কথা জানতে পেরে যাবে দীপা । স্টার জলসার তরফে যে প্রোমো (Anurager Chhowa Promo) প্রকাশ্যে, তাতে সেরকমই ইঙ্গিত পাওয়া গেল ।
প্রোমোতে দেখা যাচ্ছে, ডাক্তারের কাছে দীপা জানতে পারে তাঁর যমজ মেয়ে হয়েছিল । এরপরই তার ডাক্তারবাবুর কাছে পৌঁছে যায় দীপা । সেখানে দেখা যায়, সূর্যর কোলে খেলা করছে সোনা-রূপা । তাহলে কী সোনা তারই মেয়ে, জানতে পেরে যাবে দীপা ? প্রোমো দেখে বোঝা যাচ্ছে, খুব শীঘ্রই আরেক মেয়েকে খুঁজে বের করবে দীপা । সব সত্যিটা তার সামনে চলে আসবে । আর সেই মুহূর্তের জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরাও ।
কিছুদিন আগেই দার্জিলিঙে শুটিং সেরেছে ধারাবাহিকের গোটা টিম । ইতিমধ্যে দার্জিলিং পর্ব দেখানোও হয়েছে ধারাবাহিকে । সেখানে দীপা-সূর্যর মধ্যে টানটান উত্তেজনা, সোনার কিডন্যাপ হয়ে যাওয়া...সব মিলিয়ে জমে উঠেছে ধারাবাহিক । যার প্রভাব পড়ছে টিআরপিতেও ।