'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে (Tele Serial Anurager Chowa ) দীপা-সূর্যর মধ্যে ভুল বোঝাবুঝি কোনওভাবে মিটতেই চাইছে না । সেনগুপ্ত বাড়িতে ফের দীপার (Dipa) এন্ট্রি হয়েছে । তবে, দীপা-র পরিচয়ে নয়, ফুল মা-এর পরিচয়ে । এদিকে, তাঁর হাতের রান্না খেয়ে সন্দেহ জেগেছে সূর্যর মনে । তাহলে কি সূর্য বুঝে যাবে, সোনার ফুল মা-ই আসলে দীপা (Dipa-Surja) ?
সোনা-রূপা যে তাঁরই সন্তান জানে না সূর্য । এদিকে, দীপাও জানে না সোনা তাঁর সন্তান । কিন্তু,অজান্তেই সোনার সঙ্গে দীপার মা-মেয়ের সম্পর্ক গড়ে উঠেছে । ফুল মা বলতে অজ্ঞান সোনা । তাই 'ফুল মা' হিসেবেই সেনগুপ্ত বাড়িতে আসে দীপা । তাঁর হাতে তৈরি রান্না খাওয়ায় সোনাকে । যদিও, এই বিষয়ে কিছুই জানে না সূর্য । কিন্তু,দীপার হাতের রান্না যে চেনা সূর্যর । তাই সন্দেহ হয় তাঁর । কিন্তু, লাবণ্য বিষয়টা সামলে নেয় । শেষ পর্যন্ত কি সোনা-রূপা তাঁর মা-বাবাকে কাছাকাছি আনতে পারবে ? কবে মিটবে সূর্য-দীপার ভুল বোঝাবুঝি ? তার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের ।
আরও পড়ুন, Bengali Serial: নতুন ধারাবাহিকে 'বীণাপাণি', সঙ্গী আনকোরা নায়ক
টিআরপি রেটিং প্রথমেই আছে 'অনুরাগের ছোঁয়া' । দীপা-সূর্যর মান-অভিমান, ভুল বোঝাবুঝির মাঝে সোনা-রূপা দুই বাচ্চা মেয়ের অভিনয় দর্শকদের মন জয় করেছে ।