বৃহস্পতিবার মানেই ধারাবাহিকগুলির রেজাল্টের দিন । চলতি সপ্তাহে নির্দিষ্ট সময়ে চলে এল বাংলা ধারাবাহিকগুলির টিআরপি তালিকা । কোন ধারাবাহিক কেমন রেজাল্ট করল, ফুলকি, পর্ণা নাকি কথা, কে হল বেঙ্গল টপার, দেখে নিন একনজরে
গত সপ্তাহে বেঙ্গল টপার হয়েছিল গীতা এলএলবি । এবার আর প্রথম স্থান ধরে রাখতে পারল না গীতা । সেরা হয়েছে 'কথা' । তবে, সব ধারাবাহিকেরই নম্বর অনেকটাই কমেছে । মনে করা হচ্ছে, আর জি করের প্রভাব পড়েছে টিভিতেও । ৭.৩ নম্বর নিয়ে টপার হয়েছে কথা । দ্বিতীয় স্থানে রয়েছে তিনটি সিরিয়াল । ৭.১ নম্বর নিয়ে দ্বিতীয় হয়েছে ফুলকি, গীতা ও উড়ান । প্রথম তিনে জায়গা করে নিয়েছে রোশনাই । যা টিআরপি তালিকায় বড় চমক । রোশনাইয়ের সঙ্গে রয়েছে পর্ণাও । দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর, ৬.৪ ।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েথে চারটি ধারাবাহিক । ৬.১ নম্বর নিয়ে চারে রয়েছে জগদ্ধাত্রী, শুভ বিবাহ, কোন গোপনে মন ভেসেছে । পঞ্চম স্থানে বধূঁয়া । অন্যদিকে, টিআরপি তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে মিঠিঝোরা, কে প্রথম কাছে এসেছি, ডায়মন্ড দিদি জিন্দাবাদ । যদিও, টিআরপি কম থাকার জন্য় তিন মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে 'কে প্রথম কাছে এসেছি '।
ষষ্ঠ থেকে দশম কোন ধারাবাহিকগুলি
ষষ্ঠ: মিঠিঝোরা (৫.৫)
সপ্তম : ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৪)
অষ্টম: অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল (৫.০)
নবম : কে প্রথম কাছে এসেছি (৪.৫)
দশম : তেঁতুলপাতা,পুবের ময়না, মালাবদল (৩.৬)