'খড়কুটো' ধারাবাহিকে (Tele Serial Khorkhuto) সাজি-র হবু বর অর্জুন প্রেম করছেন শ্যালিকা চিনির সঙ্গে !সাজিকে ছেড়ে, এখন চিনির প্রেমে হাবুডুবু খাচ্ছেন । ওদিকে, চিনির মনেও বসন্ত । না, পর্দায় নয়, পুরোটাই ঘটেছে বাস্তবে । অর্জুন ওরফে সায়ন্ত মোদক (Sayanta Modak) মন দিয়ে ফেলেছেন 'চিনি' প্রিয়াঙ্কা মিত্রকে (Priyanka Mitra) । তাঁদের ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখলেই দু'জনের ঘনিষ্ঠতার ব্যাপারটা আঁচ করা যাচ্ছে ।
সম্প্রতি, দু'জনেই একটি ছবি পোস্ট করেছেন । ভরা বর্ষায় ছবিতে লেগেছে যেন বসন্তের ছোঁয়া । আর ক্যাপশনে রয়েছে ভালবাসার ইঙ্গিত । ক্যাপশনে লেখা, ‘কখনও কখনও আমি শুধু তোমার কথা ভাবি… জুন মাসের গভীর রাতে, গরম তাপপ্রবাহ আমাকে ভুল পথে চালিত করে...।’ এই সম্পর্ক নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেনি কেউই । তবে কানাঘুষো শোনা যাচ্ছে, ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়েই প্রিয়াঙ্কা ও সায়ন্ত-র সম্পর্ক (Priyanka-Sayanta Reportedly Dating) গাঢ় হয়েছে । একে অপরের প্রেমে পড়েছেন তাঁরা ।
আরও পড়ুন, Raj Chakraborty: বলিউড ওয়েব সিরিজে রাজের হাতেখড়ি? নায়িকা হতে পারেন সাই পল্লবী
প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে সম্পর্কে ছিলেন সায়ন্ত । তবে মাস কয়েক আগেই ভেঙে গিয়েছে সেই সম্পর্ক ।