জি বাংলার (Zee Bangla) আরও এক ধারাবাহিক শেষ হচ্ছে । ৩১ জানুয়ারির পর থেকে দেখা যাবে না প্রিয় লক্ষ্মী কাকিমাকে (Lokkhi Kakima Superstar) । গত এক বছর ধরে মানুষকে মনোরঞ্জন করছে লক্ষ্মী কাকিমা । এবার বিদায়ের পালা । ধারাবাহিক (Tele Serial) বন্ধের খবর নিশ্চিত করেছেন খোদ লক্ষ্মী কাকিমা অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অপরাজিতা জানিয়েছেন, ধারাবাহিকের প্রযোজকের সঙ্গে কথাই ছিল যে, এক বছরের মধ্যে ধারাবাহিক শেষ হবে, তেমনই হচ্ছে । তবে,একইসঙ্গে লক্ষ্মী কাকিমার গলায় উঠে এল আক্ষেপের সুর ।
'লক্ষ্মী কাকিমা'-র মধ্যে দিয়ে বহুদিন পর ছোটপর্দায় ফিরেছেন অপরাজিতা । কিন্তু খুশি হতে পারছেন না অভিনেত্রী । তাঁর কথায়, "লক্ষ্মী কাকিমার গল্পটা যে ভাবে ডানা মেলা উচিত ছিল, সেটা হয়নি। অনেকগুলো দিক ছিল যা ঠিক করে দেখানোই হল না । গল্পটা নিয়ে যদি আরও একটু ভাবা যেত তা হলে আরও বেশ কিছু দিন চলত ।"
আরও পড়ুন, Anik Dutta-hotyapuri: 'সন্দীপ রায়ের সেরা ছবিগুলোর একটা', 'হত্যাপুরী' দেখে উচ্ছ্বসিত অনীক দত্ত
কিছুদিন আগেই একাধিক নতুন ধারাবাহিক আসায় স্লট পরিবর্তন হয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এর । এখন সাড়ে ৮টার বদলে রাত ১০ টায় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক । বেশ কয়েকবার টিআরপি তালিকাতেও প্রথম স্থানে ছিল অপরাজিতার সিরিয়াল । আচমকাই ধারাবাহিক বন্ধের খবর প্রকাশ্যে আসতে মন খারাপ অনুরাগীদের ।