'আয়ুষ্মান খুরানা'-র 'বধাই হো' সিনেমার কথা মনে আছে ? যেখানে দুই ছেলের পর, মাঝ বয়সে এসে ফের মা হয়েছিলেন নীনা । এবার কি সেরকমই কিছু ঘটতে চলেছে ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এ ? প্রোমো দেখে অন্তত সেরকমই মনে হচ্ছে । এই বয়সে এসে দুই বউমার শাশুড়ি 'লক্ষ্মী কাকিমা' নাকি প্রেগন্যান্ট !
সম্প্রতি, চ্যানেলের তরফে ধারাবাহিকে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, খুবই অসুস্থ লক্ষ্মী । বমি করছে । কদিন ধরেই নাকি তার বমি আর মাথা ঘোরা রয়েছে । এদিকে, ডাক্তার এসে লক্ষ্মীকে পরীক্ষা-নীরিক্ষা করে লক্ষ্মীর মা হওয়ার একটা সম্ভাবনার কথা জানায় । সম্ভবত মা হতে চলেছে সকলের প্রিয় লক্ষ্মীকাকিমা । আর এখবর শুনেই মাথায় হাত দিয়ে বসে পড়ে লক্ষ্মী । এদিকে, ধারাবাহিকে সন্তানসম্ভবা লক্ষ্মীর বড় বউও । তাহলে কি শাশুড়ি আর বউমা দু'জনেই একসঙ্গে বাচ্চার জন্ম দেবে ? 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'-এ এমন টুইস্ট দেখে খিল্লিও কম হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় ।
উল্লেখ্য, চলতি সপ্তাহেই টিআরপি-র সেরা দশ থেকে ছিটকে গিয়েছে ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’। আগে, দু-তিন সপ্তাহ এক নম্বরে ছিল লক্ষ্মী-কাকিমা । এছাড়া,টিআরপি তালিকায় প্রথম দশেই থাকত অপরাজিতা আঢ্যর ধারাবাহিক । আবার সেই জায়গা ফিরে পেতে এই নতুন টুইস্ট আনতে চলেছেন নির্মাতারা ।