জল্পনা চলছে অনেকদিন ধরেই । তবে এবার টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, এপ্রিলেই 'মিঠাই' ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে । শেষ সম্প্রচারের তারিখও প্রকাশ্যে এসেছে । জানা গিয়েছে, ২৩ এপ্রিল ধারাবাহিকের শেষ সম্প্রচার । যদিও এখনও পর্যন্ত মুখ খোলেননি ধারাবাহিকের কলাকুশলীরা । আর এই খবর সামনে আসতেই মন খারাপ ভক্তদের । তাঁদের অনুরোধ আরও কিছুদিন তাঁদের ড্রইংরুমে রাজ করুক মনোহরা পরিবার ।
টিআরপি তালিকায় নম্বর কমলেও 'মিঠাই'-এর জনপ্রিয়তা এতটুকু কমেনি । সমালোচকরা বলছেন, গল্পের বুনোটে এখন অনেক খামতি থেকে যাচ্ছে । ফলে, ধারাবাহিকের টিআরপি কমছে । তাই এবার ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা । কিন্তু, সিড-মিঠাইয়ের অনুরাগীরা চান না, তাঁদের প্রিয় চরিত্রগুলো এত তাড়াতাড়ি দূরে সরে যাক । তাঁরা চান না এখনই সিরিয়াল শেষ হোক। ভক্তদের আবেদন কি রাখবেন নির্মাতারা ? হয়তো তা সম্ভব হবে না । কালের নিয়ম মেনে জনপ্রিয় ধারাবাহিক শীঘ্রই বন্ধ হতে চলেছে ।
জানা গিয়েছে, 'মিঠাই' শেষ হলে, তার জায়গায় দেখানো হতে পারে নতুন ধারাবাহিক 'ফুলকি' । ইতিমধ্যেই তার প্রোমো প্রকাশ্যে এনেছে চ্যানেল কর্তৃপক্ষ ।