দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোর উৎসব 'মিঠাই' (Tele Serial Mithai) ধারাবাহিকে । লক্ষ্মীপুজোর (Laxmi Puja 2022) দিন দিদি নম্বর ১ (Didi No 1)-এর সেটে এসেছিল 'মিঠাই' পরিবার । রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জমিয়ে আনন্দ করেছে মিঠাই, শ্রীতমারা । জিতেছেন অনেক পুরষ্কার । দিদি নম্বর ১-এর সেট থেকে মা লক্ষ্মীর প্রতিমা নিয়ে মিঠাই রানি বাড়ি ফিরেছে । মোদক পরিবারের সবাই খুব খুশি । কিন্তু, এদিকে, মা লক্ষ্মীর মূর্তি দেখে গভীর চিন্তায় পড়ে গিয়েছেন ঠাম্মি । কিন্তু কেন ?
মোদক পরিবারে লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর আরাধানা হয় না । কালীপুজোর দিনই হয়ে থাকে অলক্ষ্মী বিদায় । ফলে লক্ষ্মী পুজোয় মন থেকে সায় নেই ঠাম্মির । এদিকে, লক্ষ্মীপুজোর দিন মা লক্ষ্মী ঘরে এল, এদিকে পুজো হবে না । মন খুঁতখুঁত করছিল সবারই । অবশেষে ঠিক হয় কোনও পুরোহিত নয়, পাঁচালি পড়েই ঠাম্মি পুজো করবেন মা লক্ষ্মীর । দুর্গোৎসব শেষ হতে না হতেই ফের লক্ষ্মীপুজোর উৎসবে মেতে উঠেছে মোদক পরিবার । খুব শীঘ্রই পর্বটি সম্প্রচারিত হবে ।
আরও পড়ুন, Devlina Kumar: কার্নিভালে ত্রিধারার হয়ে নাচ দেবলীনার, ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী
এদিকে, মিঠাই পরিবারে যে ছোট্ট বাচ্চাটির এন্ট্রি হয়েছে, তাকে নিয়ে ক্রমশ রহস্য বাড়ছে । বাচ্চাটির পরিচয় কী, তার অতীতের সঙ্গে লুকিয়ে রয়েছে কোন সত্য, সবই ধীরে ধীরে সামনে আসবে । নতুন কোন বিপদের মুখে পড়বে মিঠাই ও উচ্ছেবাবু, তা জানতে ধারাবাহিকের আগামী পর্বগুলির দিকে নজর রাখতে হবে ।