দত্ত বাড়িতে এখন খুশির হাওয়া । নতুন অতিথির আগমন হয়েছে । কন্যা সন্তানের মা হয়েছে পর্ণা । কিন্তু, এরই মধ্যে 'নিম ফুলের মধু' ধারাবাহিকের প্রোমোতে নতুন ঝড়ের আভাস পাওয়া গেল । দেখা গেল, দত্ত বাড়ির প্রত্যেক সদস্যই চিন্তিত ১৮ তারিখ নিয়ে । কী ঘটতে চলেছে ১৮ এপ্রিল ? সবটা জানা যাবে ওইদিনই ধারাবাহিকের একঘণ্টার মহাপর্বে ।
জি বাংলার তরফে ধারাবাহিকের একটি প্রোমো শেয়ার করা হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, দত্ত বাড়ির ঠাম্মি, জেঠু থেকে সৃজনের মা, বাবা...প্রত্যেকেই চিন্তিত ১৮ তারিখ নিয়ে । কেন সবার মুখে বারবার ১৮ তারিখের কথা উঠে আসছে, তা বুঝতে পারছেন না সৃজনও । পর্ণার ধারণা কোনও ঝড় উঠতে চলেছে ১৮ এপ্রিল । কী সেই ঝড়, তার উত্তর তো ১৮ এপ্রিল মিলবে ।
সন্ধে ৮টার স্লটে সম্প্রচারিত হয় নিম ফুলের মধু ধারাবাহিক । গল্পে একের পর এক টুইস্ট কয়েক সপ্তাহ ধরে টিআরপি টপার করেছে পর্ণা-সৃজনকে । ধারাবাহিক শুরুর পর থেকেই টিআরপি চার্টে এক থেকে পাঁচের মধ্যেই জায়গা ধরে রেখেছে জি বাংলার এই সিরিয়াল ।