দিন কয়েক আগেই স্টার জলসা 'সন্ধ্যাতারা'-র প্রোমো প্রকাশ্যে এসেছিল । এবার সম্প্রচারের তারিখ ও সময় জানিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ । ১২ জুন থেকে সন্ধে সাড়ে ৭টার স্লটে দেখা যাবে ধারাবাহিক । এদিকে, সম্প্রচারের সময় প্রকাশ্যে আসতেই মাথায় হাত 'মেয়েবেলা'-র দর্শকদের । কারণ, এতদিন ওই স্লটেই দেখা যেত ধারাবাহিক । স্বাভাবিকভাবেই ধারাবাহিক বন্ধের জল্পনা শুরু হয়েছে ।
রূপা গঙ্গোপাধ্যায় ছেড়ে দেওয়ার পর থেকেই 'মেয়েবেলা' ধারাবাহিকের টিআরপি পড়ে গিয়েছে । সেক্ষেত্রে ধারাবাহিক বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে চ্যানেল কর্তৃপক্ষ । যদিও তা স্পষ্ট নয় একেবারেই । 'মেয়েবেলা' ছাড়াও 'গুড্ডি' শেষ হওয়ারও সম্ভাবনা প্রবল রয়েছে । সেক্ষেত্রে সময় পরিবর্তনও হতে পারে ডোডো-মৌয়ের ধারাবাহিকের ।
উল্লেখ্য, 'সন্ধ্যাতারা' দুই বোনের গল্প বলবে । বাবা মরা দুই মেয়ে সন্ধ্যা ও তারা । সন্ধ্যার ভূমিকায় অন্বেষা। বোনের ভূমিকায় অভিনেত্রী অমৃতা দেবনাথ। নিজে ফসল ফলায় সন্ধ্যা, বোন পড়ে কলকাতার কলেজে৷ কিন্তু গল্পের মোড় এসে মেলে একজায়গায়। সন্ধ্যা এবং তারার 'মনের মানুষ'টি কার্যত মিলে যায়। এরপর কীভাবে এগোবে গল্প সেটিই দেখার। নায়কের চরিত্রে নতুন মুখ সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়।