বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের (Tele Serial TRP) কাছে পরীক্ষার রেজাল্ট বেরোনোর মতো । কে হল প্রথম, কাকে পিছিয়ে পড়তে হল...গোটা সপ্তাহের টিআরপি (TRP) তালিকার জন্য অপেক্ষায় থাকেন দর্শকরাও । গত কয়েক সপ্তাহের মতো চলতি সপ্তাহেও শীর্ষ স্থানে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa) । নম্বর ৯.৩। দীপা-সূর্যকে কোনও ভাবেই হারাতে পারছে না জগদ্ধাত্রী । তবে, এ সপ্তাহে উল্লেখ্যযোগ্যভাবে নম্বর বেড়ে হয়েছে ৯ । ৮.৬ নম্বর নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে 'গৌরী এলো' ।
এসপ্তাহে 'নিম ফুলের মধু'-র নম্বরও বেড়েছে । ৮.৪ পেয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে সৃজন-পর্ণার ধারাবাহিক । তাঁদের সঙ্গে রয়েছে মিতুলের 'খেলনা বাড়ি' । এ সপ্তাহের টিআরপি তালিকার সবথেকে বড় চমক হল 'মিঠাই'। গত সপ্তাহেও দশের মধ্যে ছিল না উচ্ছেবাবুরা । এসপ্তাহে একেবার সপ্তম স্থানে উঠে এসেছে 'মিঠাই'। মাঝে পঞ্চম ও ষষ্ঠ থানে রয়েছে যথাক্রমে 'রাঙা বউ ও 'গাঁটছড়া'। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে বাংলা মিডিয়াম', 'মেয়েবেলা', 'পঞ্চমী ও হরগৌরী পাইস হোটেল' ।
আরও পড়ুন, Tele Serial Bangla Medium : পর্দায় একে অপরের শত্রু, পর্দার পিছনে কেমন সম্পর্ক নীল-তিয়াশার ?
লক্ষ্য করলে দেখা যাবে, এখন কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে জি বাংলার জয়জয়কার । স্টার জলসা অনেকটাই পিছিয়ে পড়েছে । সেক্ষেত্রে 'বাংলা মিডিয়াম', 'মেয়েবেলা', 'গাঁটছড়ার'ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ।