টিআরপি তালিকায় (Tele Serial TRP) এবার বড় চমক । গত কয়েক সপ্তাহ ধরেই প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছিল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ও জগদ্ধাত্রী (Jagadhatri) । তবে, এ সপ্তাহের টিআরপিতে সূর্য-দীপা প্রথম স্থান ধরে রাখলেও, পিছিয়ে গেল জগদ্ধাত্রী । দুই নম্বরে উঠে এল 'নিম ফুলের মধু' । শাশুড়ির কৌশল, একান্নবর্তী পরিবারের থাকার নিত্যনতুন চ্যালেঞ্জ, সৃজনের সঙ্গে সম্পর্ক...সব মিলিয়ে পর্ণার লড়াই দর্শকরা বেশ পছন্দ করছেন । জগদ্ধাত্রী পৌঁছে গিয়েছে তিন নম্বরে । এবারের টিআরপিতে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হল, ধারাবাহিকের নম্বর খুবই কম । অনুরাগের ছোঁয়ার প্রাপ্ত নম্বর ৭ । নিমফুলের মধু ৫.৯ এবং জগদ্ধাত্রী ৫.৮ । বেশ কিছুদিন স্টার জলসা, জি বাংলা বন্ধ থাকার কারণে এই হাল ।
চতুর্থ হয়েছে খেলনা বাড়ি । প্রাপ্ত নম্বর ৫.৭ । ধারাবাহিকে ভূত নিয়ে আসায়, ট্রোলও কম হয়নি । খারাপ হাল গৌরী এলো-র । এ সপ্তাহে পাঁচে নেমে গিয়েছে এই ধারাবাহিক । প্রাপ্ত নম্বর ৫.৬ । 'মিঠাই' এসপ্তাহেও সাত নম্বরে আছে । টিআরপি তালিকায় সেরকম প্রভাব ফেলতে পারছে না বাংলা মিডিয়াম, পঞ্চমী ও মেয়েবেলার মতো নতুন ধারাবাহিকগুলি ।
ষষ্ঠ থেকে দশম স্থানে কোন ধারাবাহিক, দেখে নিন
ষষ্ঠ- রাঙা বউ (৫.৪)
সপ্তম- মিঠাই (৫.০)
অষ্টম- পঞ্চমী (৪.৭)
নবম- মেয়েবেলা/ বাংলা মিডিয়াম (৪.৫)
দশম- গাঁটছড়া/ এক্কা দোক্কা (৪.৪)