টিআরপি তালিকায় কে এগিয়ে, কে পিছিয়ে, তা জানা যায় প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার কিংবা শুক্রবার । তবে, গত সপ্তাহের টিআরপি তালিকা এল একটু দেরিতেই । সোমবার জানা গেল,শেষপর্যন্ত কোন ধারাবাহিক হল বেঙ্গল টপার । গাঁটছড়া, জগদ্ধাত্রী, ধূলোকণা নাকি গত দু'সপ্তাহে এক নম্বরে থাকা 'গৌরী এলো'? এ সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থানে আছে 'ধুলোকণা'। লালনের স্মৃতি ফিরে আসা, ফুলঝুরি-লালনের রোম্যান্টিক মুহূর্ত, ধারাবাহিককে এনে দিয়েছে ৮.৮ নম্বর ।
দ্বিতীয় স্থানে হাড্ডাহাড্ডি লড়াই 'অনুরাগের ছোঁয়া' ও 'গৌরী এলো' । দু'জনের নম্বর ৭.৭ । তৃতীয় স্থানে ঢুকে পড়ল জি বাংলার 'জগদ্ধাত্রী' । জগদ্ধাত্রী ও সয়ম্ভূ সংগ্রহ করল ৭.৫ নম্বর । এসপ্তাহে 'গাঁটছড়া'-র নম্বর কমল অনেকটাই । 'আলতা ফড়িং' উঠে এল চতুর্থ স্থানে । অন্যদিকে, 'গাঁটছড়া' রইল পঞ্চম স্থানে । দু'জনের নম্বর যথাক্রমে ৭.৩ ও ৭.২ । এবছরও 'মিঠাই'-অনেকটাই নিচে । মিঠাইয়ের মা হওয়ার খবরেও টিআরপি তালিকায় কোনও প্রভাব পড়ল না ।
ষষ্ঠ থেকে দশম স্থানে কোন কোন ধারাবাহিক, জেনে নিন...
ষষ্ঠ- মাধবীলতা (৬.৮)
সপ্তম - সাহেবের চিঠি (৬.৫)
অষ্টম - মিঠাই (৬.৪)
নবম- এক্কা দোক্কা (৬.৩)
দশম - খেলনা বাড়ি (৬.২)