প্রত্যেক সপ্তাহেই সিরিয়ালের টিআরপি (Tele Serial TRP) তালিকার অপেক্ষায় থাকে কলাকুশলী থেকে দর্শকরা । এই সপ্তাহেও টিআরপি তালিকা (TRP Chart) প্রকাশ্যে এসেছে । তবে, এবারের তালিকায় বড় পরিবর্তন ঘটে গিয়েছে । নতুন টপার পেয়েছে বাংলা । 'মিঠাই'(Mithai)-কে টপকে এবার প্রথম হয়েছে 'গৌরী এল' (Gouri Elo) । জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.২। গৌরীর হারিয়ে যাওয়া, ঈশান-গৌরীর মিলন, বাড়িতে গৌরীর ফিরে আসা, সেইসঙ্গে শৈল মা-কে যোগ্য জবাব দেওয়া...সিরিয়ালে যে ট্র্যাক চলছে, তা দর্শকদের পছন্দ হয়েছে । অন্যদিকে, গত সপ্তাহের বেঙ্গল টপার 'মিঠাই' (Mithai) এবার দ্বিতীয় স্থানে । প্রাপ্ত নম্বর ৮.১ । ৭.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'গাঁটছড়া'।
চতুর্থ ও পঞ্চম হয়েছে যথাক্রমে 'আলতা ফড়িং'ও 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। তাদের প্রাপ্ত নম্বর ৭.৭ ও ৭.৩ । ‘ধুলোকণা’য় এবার টুইস্টের পর টুইস্ট থাকলেও প্রথম পাঁচে জায়গা হয়নি এই ধারাবাহিকের । ষষ্ঠ স্থান নিয়ে ৭.২ রেটিংয়ে রয়েছে ।
আরও পড়ুন, Anubrata Valo Acho : 'অনুব্রত ভালো আছো ?', কেন এমন প্রশ্ন করলেন স্বস্তিকা মুখোপাধ্যায় ?
সপ্তম- উমা (৬.৭) (গত সপ্তাহের হিসেবে)
অষ্টম - অনুরাগের ছোঁয়া (৬.৩)
নবম - ‘মাধবীলতা’ (৬.২)
দশম - ‘খেলনা বাড়ি’(৫.৯)