এই সপ্তাহে পয়লা মে ছুটির জন্য বৃহস্পতিবারের বদলে একদিন পরে সামনে এল টিআরপি তালিকা। চলতি সপ্তাহেও টলিপাড়ার রিপোর্টকার্ড বলছে ফার্স্টগার্ল সেই ‘জগদ্বাত্রীই’ (৮.৩) , তবে প্রথমবারের মতো ‘খলেনা বাড়ি’কে হারিয়ে স্লট লিডার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। তবে প্রথম পাঁচে গত সপ্তাহের তুলনায় বিশেষ হেরফের দেখা যায়নি। দ্বিতীয় স্থানে ‘অনুরাগের ছোঁয়া’ প্রাপ্ত নম্বর ৭.৮ । তৃতীয় ‘গৌরী এল’ প্রাপ্ত নম্বর ৭.৪। চতুর্থ স্থানে ‘নিম ফুলের মধু’, পঞ্চম ‘রাঙা বউ ‘ ।
Pathan: বাংলাদেশে প্রথম মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি, ইতিহাস গড়তে চলেছে শাহরুখ খানের 'পাঠান'
এদিকে খেলনাবাড়ি জায়গা হারাতেই ষষ্ঠ স্থানে যুগ্মভাবে রয়েছে মেয়েবেলা (৫.৮)
এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.৮) । তবে সদ্যই সিরিয়াল ছেড়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। এরপর মেয়েবেলার TRP কোন গতিতে বইবে, তা নয় সন্দিহান দর্শকেরা।