বৃহস্পতিবার মানেই রেজাল্ট ডে । কোন ধারাবাহিক কত নম্বর পেল, কে কাকে টপকে বেঙ্গল টপারের জায়গা পাকা করল, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন কলাকুশলী থেকে দর্শকরা । এবার নির্দিষ্ট সময়ে চলে এল টিআরপি তালিকা । চলতি সপ্তাহে বেঙ্গল কুইন গীতা, ফুলকি নাকি পর্ণা ? জেনে নেওয়া যাক টিআরপি তালিকায় কে বাজিমাত করল ।
কথা-কে হারিয়ে ফের বেঙ্গল টপার গীতা এলএলবি । গত সপ্তাহে প্রথম স্থানে ছিল কথা । এবার ৭.৩ নম্বর নিয়ে ফার্স্ট হয়েছে গীতা । দ্বিতীয় ও তৃতীয় স্থান ধরে রেখেছে যথাক্রমে ফুলকি ও নিম ফুলের মধু । প্রাপ্ত নম্বর ৭.১ । নম্বর কিছুটা কমেছে কথা-র । এক থেকে তিনে নেমে গিয়েছে ধারাবাহিক । চতুর্থ স্থান দখল করেছে কথা । সঙ্গে রয়েছে উড়ান । প্রাপ্ত নম্বর ৬.৮ । এক ধাপ নিচে নেমে এবার পঞ্চম হয়েছে কোন গোপনে মন ভেসেছে ।
চলতি সপ্তাহে জগদ্ধাত্রী-র নম্বর অনেকটাই কমেছে । একটা সময় টানা বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক । প্রথম থেকে তিনের মধ্যেই থাকত জ্যাস, স্বয়ম্ভূ । কিন্তু, গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকের টিআরপি কমেছে ।
ষষ্ঠ থেকে দশম যে ধারাবাহিগুলি
ষষ্ঠ: জগদ্ধাত্রী, রোশনাই (৬.৩)
সপ্তম: শুভ বিবাহ (৬.১)
অষ্টম: বধূয়া (৫.৯)
নবম: মিঠিঝোরা (৫.৪)
দশম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.২)
জি বাংলায় শেষ হচ্ছে আরও এক ধারাবাহিক । মাত্র তিন মাসেই বন্ধ হচ্ছে কে প্রথম কাছে এসেছি । এদিকে, নিম ফুলের মধু ধারাবাহিকও নাকি শেষ হয়ে যাবে, এমনই গুজব ছড়িয়েছে । যদিও, ধারাবাহিকের নায়ক সৃজন ওরফে রুবেল দাস জানিয়েছেন, সিরিয়াল বন্ধ হওয়ার খবর এখনও তাঁদের কাছে নেই ।