চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বড় বদল । এই প্রথম বেঙ্গল টপারে নেই দীপা, জগদ্ধাত্রী কিংবা ফুলকি কেউই । সেরার জায়গা ছিনিয়ে নিল শিমূল । এ সপ্তাহে প্রথম স্থান অধিকার করল 'কার কাছে কই মনের কথা' । গত সপ্তাহেই চারে ছিল শিমূলরা । আর এবার একেবারে এক নম্বরে উঠে এল ধারাবাহিক । প্রাপ্ত নম্বর ৭.৭ । সিরিয়ালে শিমূলের সঙ্গে শাশুড়ি সু সম্পর্ক, অন্যায়ের বিরুদ্ধে শিমূলের প্রতিবাদ...সিরিয়ালের বর্তমান ট্র্যাক বেশ পছন্দ করছেন দর্শকরা ।
দুই নম্বরে রয়েছে দু'টি ধারাবাহিক । নিম ফুলের মধু ও ফুলকি । প্রাপ্ত নম্বর ৭.৬ । তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী । গত সপ্তাহেই প্রথমে ছিল জগদ্ধাত্রী । এবার তিন নম্বরে নেমে এসেছে ধারাবাহিক । চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে অনুরাগের ছোঁয়া ও লভ বিয়ে আজকাল ।