চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক । জি বাংলার ধারাবাহিককে টেক্কা দিয়ে এবার টপার স্টারের ধারাবাহিক । প্রথম ও দ্বিতীয় স্থান হাতছাড়া হল জি বাংলার । 'কথা' ও গীতা-র জাদুতে প্রথম স্থান ধরে রাখত পারল না ফুলকি ও পর্ণা । যদিও আইপিএল ও ভোটের কারণে রেটিং অনেকটাই কম । চলতি সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে কথা । প্রাপ্ত নম্বর ৬.১ । যা এবারে বড় চমক । শুরুর দিকে এই ধারাবাহিক সেভাবে সাফল্য পায়নি । তবে, গত কয়েক সপ্তাহ ধরে জমি শক্ত করেছে সুস্মিতা ও সাহেব ।
৬ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল গীতা এল.এল.বি । প্রথম থেকেই গীতা-র জনপ্রিয়তা রয়েছে দর্শকের কাছে । প্রথম স্থান থেকে সোজা তৃতীয় ও চতুর্থ স্থানে নেমে এসেছে যথাক্রমে ধারাবাহিক ফুলকি ও নিম ফুলের মধু । দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৫.৯ ও ৫.৭ । একসময় বেঙ্গল টপার থাকা জগদ্ধাত্রী এখন পাঁচ নম্বরে ।
ষষ্ঠ থেকে দশম যে ধারাবাহিকগুলি
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে (৪.৯)
সপ্তম: বধূয়া (৪.৭)
অষ্টম: অনুরাগের ছোয়া (৪.৬)
নবম: রোশনাই (৪.৪)
দশম: জল থই থই ভালোবাসা (৪.২)