দিন দিন 'মিঠাই' (Mithai)-এর নম্বর কমছে । তবে, এ সপ্তাহের টিআরপি(Tele Serial TRP) তালিকায় অনেকটা নিচে নেমে গেল মোদক পরিবার । এই প্রথম সাত নম্বরে মিঠাই ও উচ্ছেবাবু । শুধু 'মিঠাই' নয় । সবারই নম্বর কমেছে । এসপ্তাহে ফের বেঙ্গল টপার ‘গৌরী এলো’ (Gouri Elo) । তাদের প্রাপ্ত নম্বর ৭.৫ । মা জগদ্ধাত্রীর আশীর্বাদে 'জগদ্ধাত্রী' (Jagadhatri) দুই নম্বরে । এই ধারাবাহিক পেল ৭ নম্বর ।
প্রথম দুই নম্বরে জি বাংলা থাকলেও, বাকিগুলিতে স্টার জলসার জয়জয়কার । গত দু'সপ্তাহে 'ধূলোকণা'-র নম্বর অনেকটাই কমেছিল । তবে, টিআরপি তালিকায় এসপ্তাহে ধারাবাহিকের হাল কিছুটা ফিরেছে । সোজা তিন নম্বরে উঠে এসেছে 'ধূলোকণা' । প্রাপ্ত নম্বর ৬.৭ । একটু পিছিয়ে গিয়েছে 'গাঁটছড়া' । ৬.৫ নম্বর নিয়ে চতুর্থ স্থানে ঋদ্ধি-খড়ি । তবে, টিআরপি তালিকায় এবার সবথেকে বড় চমক 'খেলনা বাড়ি' । এই প্রথম ৬.১ নম্বর নিয়ে পঞ্চম স্থানে 'খেলনা বাড়ি'।
আরও পড়ুন, Tollywood Actress: কেউ আলো কেউবা দুর্গা, টলিউডের এই ৫ অভিনেত্রীর নামের অর্থ জানেন?
ষষ্ঠ থেকে দশম স্থানে কোন ধারাবাহিক রয়েছে, দেখে নিন
ষষ্ঠ- আলতা ফড়িং (৫.৯)
সপ্তম- মাধবীলতা, মিঠাই (৫.৮)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৫.৭)
নবম- নবাব নন্দিনী (৫.৪)
দশম- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৫.৩)