ফের টলিপাড়ায় ভাঙনের গুঞ্জন। শোনা যাচ্ছে, এবার নাকি সংসার ভাঙতে বসেছে টেলিভিশনের দুই জনপ্রিয় মুখ রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের । রাহুল এই মুহূর্তে অভিনয় করছেন, ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের শঙ্করের চরিত্রে। প্রীতি অভিনয় করছেন 'বালিঝড়' ধারাবাহিকে। তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় দুজনের আদুরে, মিষ্টি ছবি ভিডিয়োর ছড়াছড়ি। হঠাৎ কী এমন হল যে তাঁদের ঘর ভাঙছে?
গুঞ্জন মাথা চাড়া দিতেই আনন্দবাজার অনলাইনকে, পর্দার শঙ্কর ওরফে রাহুল জানান, 'পুরো বিষয়টাই খুব হাস্যকর'। তিনি আরও জানান, গুঞ্জন ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলতে রায়পুরে রয়েছেন রাহুল, তাঁর সঙ্গেই গিয়েছেন প্রীতিও। রাহুলের কথায়, 'আমাদের মধ্যে কিছু হলে ও কি আসত রায়পুর? পুরো বিষয়টাই খুব বোকা। ভুয়ো খবর রটানো হচ্ছে আমাদের সম্পর্ক নিয়ে।'