শুটিং করতে গিয়ে সেটেই দুর্ঘটনায় মুখোমুখি অভিনেতা রুবেল দাস। দুর্ঘটনার জেরে ভেঙ্গে গিয়েছে অভিনেতার দুটি গোড়ালি। আপাতত নিজের বারাসতের বাড়িতেই রয়েছেন অভিনেতা। রুবেলের দুর্ঘটনার কারণে মন ভাল নেই প্রেমিকা শ্বেতা ভট্টাচার্যের। তাঁর জন্য সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করলেন শ্বেতা।
আরও পড়ুন - ফের ছোট পর্দায় অপরাজিতা আঢ্য, কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?
জানা গিয়েছে, সিরিয়ালের জন্য বাসের উপর থেকে লাফনোর একটি দৃশ্যের শুট চলছিল। সেই সময়েই বেকায়দায় পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। আহত হন রুবেল। দু'পায়ের গোড়ালি ভেঙে গিয়েছে তাঁর। সঙ্গে সঙ্গে প্লাস্টার করা হয়। তবে, আপাতত আগামী ছয় সপ্তাহ তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
অভিনেতার দুর্ঘটনার খবর সোশ্যাল মিডিয়া শেয়ার করে নিয়েছেন প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য। ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, 'শীঘ্রই সুস্থ হয়ে ওঠো। আমার জানি তুমি খুবই সাহসী। আমার বিশ্বাস তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কারণ তুমি এতটাই ভাল, যে তোমার সঙ্গে কোনও খারাপ হতেই পারে না। এখন অপেক্ষা শুধু কয়েকটি দিনের। ভালবাসি বাবাই। আমি সব সময় তোমার সঙ্গে আছি।'