সন্ধ্যেবেলা বাঙালির ড্রয়িংরুম মাতাবে কে আর কে ছিটকে যাবে তা ঠিক করে দেয় সাপ্তাহিক TRP তালিকা। যে কারণে বৃহস্পতিবার আসলেই নজরে থাকে টিআরপির দিকে। এই সপ্তাহের রেজাল্ট প্রকাশ্যে আসতেই দেখা গেল গত কয়েক সপ্তাহের মতো এবারেও প্রথম হয়েছে 'অনুরাগের ছোঁয়া'। তবে, বেঙ্গল টপার হলেও বেশ খানিকটা নম্বর কমেছে। তাঁদের প্রাপ্ত নম্বর কমে দাঁড়িয়েছে ৮.৭। 'জগদ্বাত্রী' দ্বিতীয় স্থানে থাকলেও নম্বরের নিরিখে অনেকটাই পিছনে।
এই সপ্তাহের তালিকায় চমক এনেছে খেলনাবাড়ি। তৃতীয় স্থানে থাকা গৌরী এলোকে টপকে এবারে তিন নম্বরে রয়েছে খেলনাবাড়ি। প্রাপ্ত নম্বর (৭.৫)। চতুর্থ স্থানে 'গৌরী এলো'। প্রাপ্ত নম্বর (৭.৩)। একই নম্বর পেয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'ও।
আরও পড়ুন - ৭৫-এ গানওয়ালা, কবীর সুমনের অফুরান জীবনিশক্তির একমাত্র রহস্য মুক্তকাম
পঞ্চম স্থানে রয়েছে 'রাঙা বউ'। প্রাপ্ত নম্বর ৬.৭। বিগত তালিকার পিছন দিকে থাকলেও এই সপ্তাহে ষষ্ঠ স্থানে 'পঞ্চমী'। পেয়েছে ৬.৩। সপ্তম, অষ্টম ও নবম হয়েছে 'মেয়েবেলা', 'সোহাগ জল' এবং 'হরগৌরী পাইস হোটেল'। দশম স্থানে রয়েছে 'গাঁটছড়া'। আর এক সময়ের বেঙ্গল টপার 'মিঠাই' রয়েছে ১১ নম্বরে।