বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকের রিপোর্টকার্ড আসার দিন । আর এসপ্তাহের সাপ-লুডো খেলায় ফের প্রথম স্থানে জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া । সূর্য-দীপার দূরে থাকা, দুই মেয়ের তাঁদেরকে কাছে আনার চেষ্টা মন কেড়েছে দর্শকদের। যার ছাপ রয়েছে টিআরপি (TRP) তালিকাতেও । এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর আরও বেড়ে হয়েছে ৯.২।
এই সপ্তাহে ফের দ্বিতীয় স্থানে অঙ্কিতা মল্লিক অভিনীত ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। প্রাপ্ত নম্বর ৮.৭। তৃতীয় স্থানে রয়েছে গৌরি এল। তাদের প্রাপ্ত নম্বর ৮.৪। চলতি সপ্তাহের টিআরপিতে ফের প্রথম পাঁচে রয়েছে নিম ফুলের মধু। তারা পেয়েছে ৭.৮। ষষ্ঠ স্থানে 'বাংলা মিডিয়াম'। প্রাপ্ত নম্বর ৭.৪। সপ্তম রাঙা বউ। অষ্টম স্থানে ৬.৭ পেয়ে একসঙ্গে স্থান পেয়েছে পঞ্চমী এবং গাঁটছড়া। নবম স্থানে ৬.৬ নম্বর প্রাপ্ত এক্কা দোক্কা। ৬.৪ প্রাপ্ত মেয়েবেলা রয়েছে তালিকা শেষে অর্থাৎ ১০ নম্বরে।
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় (TRP List) নতুনদের জয় জয়কার হলেও, দর্শকদের মনে কোনও ভাবেই নিজেদের জায়গা ফিরে পাচ্ছে না একসময়ের টিআরপি তালিকার প্রথমে থাকা মিঠাই। চলতি সপ্তাহেও প্রথম দশে নেই মোদক পরিবার।
আরও পড়ুন - 'যুক্তি খুঁজবেন না', 'পঞ্চমী' ধারাবাহিকের চলতি বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা দে
অনুরাগীদের ভয় ছিল স্লট থেকে ছিটকে যেতে তাঁদের প্রিয় ধারাবাহিক মিঠাই। কারণ জলসার নতুন ধারাবাহিক বালিঝড় টেক্কা দেবে মিঠাইকে। কিন্তু শেষ পর্যন্ত নিজের জায়গা অটল রাখতে সক্ষম হয়েছে মিঠাই। তৃণা-কৌশিক-স্নেহাশিসের ধারাবাহিকে মন মজেনি দর্শকের। তাঁদের প্রাপ্ত নম্বর মাত্র ৪.৫। যেখানে তালিকায় না থাকলেও মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৬।