বাঙালির বিনোদন মানেই সন্ধে হলে চা মুড়ির সঙ্গে রকমারি সিরিয়াল দেখার হিড়িক। প্রতি মাসেই নিত্য নতুন সিরিয়াল এসে পসার জমায় বাঙালির ড্রয়িং রুমে, আর কাউকে নিতে হয় বিদায়। কে কতটা টিকে থাকবে সবটাই যদিও ‘TRP’ এর খেলা। এই সপ্তাহের শেষে কোন ধারাবাহিকের কেমন রেজাল্ট হল জানেন? ‘জগদ্বাত্রী’কে পিছনে ফেলে এবারেরও টপার ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.৫। ৮.৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্বাত্রী’, তৃতীয় স্থানে ৮ নম্বর পেয়ে ‘গৌরী এলো’। চতুর্থ স্থানে ‘খেলনা বাড়ি’, পঞ্চম স্থানে ‘পঞ্চমী এবং বাংলা মিডিয়াম ‘।
Soumitra Chatterjee Birthday: শুধু অপু বা ফেলুদাই নয়, চিরকালই সত্যজিতের ‘ব্লু আইড বয়’ ছিলেন সৌমিত্র
তবে ‘মিঠাই’এর যে সত্যিই বয়স বেড়েছে তাও স্পষ্ট টিআরপি তালিকায়। কেননা এবার ধীরে ধীরে নম্বর কমছে। তবে এখনও জায়গা ধরে রেখেছে গাঁটছড়া। এদিকে নতুন শুরু হলেও TRP লিস্টে জায়গা করে নিয়েছে ‘রাঙা বউ’।