অবশেষে ফের হারানো জায়গা ফিরে পেল ‘অনুরাগের ছোঁয়া’, প্রাপ্ত নম্বর ৮.২। টানা তিন সপ্তাহ TRP তালিকায় ‘দ্বিতীয়’ হয়েই খুশি থাকতে হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ মেগাকে। প্রথম স্থান ছিনিয়ে নিয়েছিল ‘জগদ্বাত্রী’। ‘অনুরাগের ছোঁয়া’ জায়গা নিতেই দ্বিতীয় স্থানে ‘জগদ্বাত্রী’ প্রাপ্ত নম্বর ৭.৯। ৭.৪ নম্বর নিয়ে তিন নম্বরে ‘গৌরী এলো’। এদিকে ‘নিম ফুলের মধু’ এবং ‘বাংলা মিডিয়াম’ রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে।
Virat-Anushka: 'অনুষ্কা স্যার হলে আমাকেও বিরাট ম্যাম বলুন', কেন বললেন কোহলি?
গত সপ্তাহেও নীল আর তিয়াসার মেগা বাংলা মিডিয়ামের প্রাপ্ত স্থান ছিল সাত নম্বর। নম্বর বাড়িয়ে ৫ এ উঠে এসেছে এই ধারাবাহিক। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ/ হরগৌরী পাইস হোটেল (৫.৫) যুগ্মভাবে দশম স্থানে।