সকলের চোখের মণি ছিলেন অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma)। শনিবার বিকেলে তাঁর মৃত্যুর খবরে স্তব্ধ টেলিভিশন দুনিয়া। কেন অকালে চলে গেলেন ২০ বছরের অভিনেত্রী! তা নিয়ে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।
২০১৫ সালে কেরিয়ার শুরু করে তিনি। সাত বছরে অনেকটাই জনপ্রিয়। সিরিয়ালের পাশাপাশি বলিউডেও পা রেখেছিলেন তুনিশা। তাঁর কাজ টেলি দুনিয়ায় বেশ প্রশংসিত। সলমন খান (Salman Khan), ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। সমাজমাধ্যমেও বেশ জনপ্রিয় তুনিশা। কেরিয়ার যখন মধ্যগগনে, তাঁর আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তুনিশার ঘনিষ্ঠরা জানিয়েছেন, অভিনেত্রী হাসিখুশি ছিলেন। কোনও মানসিক অবসাদের ইঙ্গিত পাওয়া যায়নি। এভাবে চলে যাবেন, ভাবতে পারেননি কেউই।
আরও পড়ুন: ধারাবাহিকের সেটে আত্মহত্যা অভিনেত্রী তুনিশা শর্মার, মেক-আপ রুমে উদ্ধার দেহ
মৃত্যুর কয়েকঘণ্টা আগে ইনস্টাগ্রামে পোস্ট (Instagram Post) করেন তুনিশা। তিনি ইনস্টাগ্রামে লেখেন, 'যাঁরা প্যাশনের পিছনে যায়, তাঁদের থামানো কঠিন।' তুনিশার সেটাই শেষ পোস্ট। সেই পোস্টে কী বার্তা দিতে চেয়েছিলেন অভিনেত্রী! সেই প্রশ্নও উঠছে।