'শো মাস্ট বি গো অন'। এই আপ্তবাক্যকে স্মরণ করেই এবার নতুন অভিনেতা খুঁজতে শুরু করেছেন ‘আলিবাবা: দস্তান-এ-কাবুল’(Alibaba-Dastaan E Kabul) সিরিয়ালের পরিচালক-প্রযোজকরা। সিরিয়ালটির নায়িকা ছিলেন তুনিশা। মারিয়মের(Mariyam) চরিত্রে তাঁর অভিনয় তাক লাগিয়েছিল দর্শকদের। আর নায়ক শীজান(Sheezan Khan) হতেন আলিবাবা। গত ২৪ ডিসেম্বর এই সিরিয়ালের সেটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তুনিশা(Tunisha Sharma Murder Case)। আর এই কাণ্ডে তুনিশার সহ-অভিনেতা তথা প্রাক্তন প্রেমিক শীজান খান আপাতত জেল হেফাজতে(Sheezan Khan is on Jail Custody)।
সেটের এক কর্মী জানান, তুনিশার মৃত্যু আর শীজানের গ্রেফতারির পর ‘আলিবাবা: দস্তান-এ-কাবুল’(Alibaba- Dastaan E Kabul) বন্ধ করে দেওয়ার কথাও ভাবেন নির্মাতারা। কিন্তু দর্শকদের কথা মাথায় রেখে এই ধারাবাহিক চালানোর সিদ্ধান্ত রাখা হয়। তবে, তুনিশার(Tunisha Sharma) চরিত্রে অন্য কাউকে প্রতিস্থাপিত করা হবে না। বরং নতুন চরিত্র এনে দর্শকের মনঃসংযোগ ঘুরিয়ে দেওয়ার পথেই হাঁটতে চলেছেন নির্মাতারা।
২৪ ডিসেম্বর, শুটিং চলাকালীন আত্মহত্যা করেন অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Shrama)। মাত্র ২০ বছর বয়স তাঁর। 'আলিবাবাঃ দস্তান-ই-কাবুল' ধারাবাহিকের সেটের মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত (Actress Tunisha Sharma Passed Away) বলে ঘোষণা করেন।