ফের আত্মহত্যার চেষ্টা টলিপাড়ার এক অভিনেতার । পল্লবী, বিদিশাদের পর এবার শৈবাল ভট্টাচার্য । জানা গিয়েছে, সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন শৈবাল । পুলিশ সূত্রে খবর, তাঁর হাতে-পায়ের বেশ কয়েক জায়গায় আঘাত রয়েছে । তাছাড়া, সেইসময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে । সোমবার রাতেই গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এই মুহূর্তে চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ।
টেলিভিশনে পরিচিত মুখ শৈবাল । বহু ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করেছেন । তবে জানা গিয়েছে, সম্প্রতি সেভাবে কাজ পাচ্ছিলেন না । সেই নিয়ে নাকি অবসাদে ভুগছিলেন । তার ফলেই কি আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছেন শৈবাল ? প্রাথমিকভাবে সেরকমই মনে করা হচ্ছে । এদিকে, মঙ্গলবার সকালেই নেটমাধ্যমে শৈবালের এক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে । ওই ভিডিয়োতে রক্তাক্ত অবস্থায় দেখা যায় অভিনেতাকে । কথাও জড়ানো । বললেন,“আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলাম । এর জন্য আমার স্ত্রী, শাশুড়ি এবং...”। এরপরেই ভিডিওটি শেষ হয়ে যায় । যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা ।
শৈবাল ভট্টাচার্যকে বাংলা ধারাবাহিকে বাবা-কাকার চরিত্রে দেখা গিয়েছে । পজিটিভের পাশাপাশি খল চরিত্রেও অভিনয় করেছেন । জনপ্রিয় ধারাবাহিক 'প্রথমা কাদম্বিনী'তেও দেখা গিয়েছিল তাঁকে ।