পুলিশ । এই শব্দটা শুনলে একটাই ছবি মাথায় আসে । খাকি উর্দি পরা, হাতে বন্দুক, কত মানুষকে রক্ষার দায়িত্ব তো তাঁদের উপরেই । কিন্তু, এই খাকি উর্দি পরে হাতে মাইক, গিটার বাজিয়ে তাঁদের গান গাইতে দেখেছেন ? যাকে বলে একেবারে পুলিশের (Himachan Police Band) গানের ব্যান্ড । সম্প্রতি, সেরকমই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
হারমনি অফ দ্য পাইনস (Harmony of the Pines) । হিমাচল পুলিশের গানের ব্যান্ড । কালারস চ্যানেলের একটি জনপ্রিয় রিয়ালিটি শো-এ প্রতিযোগী হিসেবে ছিলেন তাঁরা । তাঁদের পারফরম্যান্সেরই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে । এই ভিডিওতে দেখা যাচ্ছে, কারও হাতে গিটার, কেউ সুর তুলেছেন পিয়ানোতে । প্রত্যেকেই কিন্তু পুলিশের উর্দিতে । কুমার শানুর (Kumar Sanu) সামনে গাইলেন তাঁর বিখ্যাত গান, 'শাসোঁ কি জরুরত হ্যায় জেইসে' ।
আরও পড়ুন, Cannes 2022 : কান চলচ্চিত্র উৎসবে বাঙালির জয়জয়কার, গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেল শৌনক সেনের তথ্যচিত্র
তাঁদের গানে রীতিমতো মুগ্ধ কুমার শানু । তিনি জানালেন, তিনি কোনওদিন শোনেনি যে, পুলিশের চাকরি করতে করতে, এত ব্যস্ততার মধ্যে এধরনের গান তাঁরা এতসুন্দরভাবে গাইতে পারবেন । তাঁদের এই পারফরম্যান্স দেখার পর কোথাও যেন আমাদের মাথায় পুলিশের সেই তথাকথিত ছবিটা এক নিমেষে সরে গেল । পুলিশি চাকরির ঘেরাটোপের বাইরে তাঁদেরও যে একটা জীবন আছে, সেটা কোথাও যেন বুঝিয়ে দিলেন তাঁরা । ভিডিয়োটি পুরানো হলেও সম্প্রতি তা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে । তাঁদের এই পারফরম্যান্সে মুগ্ধ নেটাগরিকরা ।