দরজায় কড়া নাড়ছে দুর্গা পুজো। শপিং থেকে শুরু করে প্ল্যানিং তোড়জোড় শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বিজ্ঞাপনে ঢাকতে শুরু করেছে তিলোত্তমার আনাচ-কানাচ। মহালয়া দিয়েই পুজোর শুরু হয় বলা চলে। রেডিয়ো-তে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং টেলিভিশনে হরেক চ্যানেলে মহালয়া দেখেই শুরু হয় দেবীপক্ষের।
Aindrila Sharma: 'একটুও ভাল লাগেনি' মরণোত্তর কৃতি সম্মান পাওয়ার পর কেন এমন বললেন ঐন্দ্রিলার মা?
এবছর স্টার জলসায় দুর্গতিনাশিনী হিসেবে দেখা যেতে পারে কোয়েল মল্লিককে। তিন বছর পর স্টার জলসার পর্দায় দুর্গা রূপে ফিরছেন তিনি। অন্যদিকে , জি বাংলায় এবার দুর্গা রূপে দেখা যেতে পারে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। রানিমার দুর্গতিনাশিনীর রূপ দেখার অপেক্ষায় সকলেই।