ভালবাসায় নয়, পারিপার্শ্বিক নানা কারণে বয়সে অনেকটা ছোট নোলককে (Nolok) বাধ্য হয়ে বিয়ে করে দুঁদে উকিল অরিন্দম রায় (Arindam Roy) । নোলক এতদিন বিয়ের সত্যিটা জানত না । কিন্তু, এখন সে সবটা জেনে ফেলেছে । তাই, অরিন্দমকে মুক্তি দিতে চায় সে । কিন্তু, অরিন্দম আটকাতে চায় নোলককে । নোলকের সঙ্গে এক ঘরে থাকার প্রস্তাব মেনে নেয় অরিন্দম । তবে কি এবার সাংসারিক জীবনে পা রাখতে চলেছে তারা ? সম্প্রতি, 'গোধূলি আলাপ' (Godhuli Alap) ধারাবাহিকের একটি প্রোমো শেয়ার করা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে । যা দেখে দর্শকদের মধ্যে উৎসাহ দ্বিগুণ হয়েছে ।
ধারাবাহিকে, অরিন্দম রায়ের চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন (Koushik Sen) । বহুদিন পর এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় কামব্যাক করেছেন কৌশিক । ইতিমধ্যেই স্টার জলসার ধারাবাহিকের হ্যান্ডসাম হ্যাঙ্ক নায়কদের পিছনে ফেলে দিয়েছেন কৌশিক সেন । অন্যদিকে, নোলকের ভূমিকায় অভিনয় করছেন সোমু সরকার ।
'গোধূলি আলাপ' (Godhuli Alap) ধারাবাহিকে এক অসমবয়সী ভালোবাসার গল্প দেখানো হচ্ছে । চাপে পড়ে, বাধ্য হয়ে হাঁটুর বয়সী নোলককে বিয়ের করে অরিন্দম রায় । ধীরে ধীরে তাঁদের মধ্যে কীভাবে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে, আগামীদিনে সেটাই দেখানো হবে ধারাবাহিকে । ইতিমধ্যেই সাংসারিক জীবনের প্রথম ধাপে পা রাখতে চলেছে তারা । যার প্রোমো শেয়ার করা হয়েছে । মহাসপ্তাহে অরিন্দম-নোলক সম্পর্কের প্রথম ধাপ শুরু হবে । বয়সের ব্যবধান কি তারা পার করতে পারবে ? তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় দর্শকরা ।