'গুড্ডি' ধারাবাহিকে আর দেখা যাবে না অনুজকে। এই কথা নিজেই ফেসবুকে জানিয়েছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। ধারাবাহিকে নায়কের মৃত্যু দেখানো হবে, আর তারপর থেকে দেখা যাবে না রণজয়কে। তবে এখানেই কি শেষ ও হয়ে যাবে ধারাবাহিক? আর কি প্রিয় নায়ককে দেখতে পাবে না দর্শক? তবে টলিউডের অন্দরে অবশ্য শোনা যাচ্ছে অন্য কথা৷ যদিও চ্যানেলের তরফে নিশ্চিত করে জানানো হয়নি কিছুই।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গুড্ডি ধারাবাহিকে দেখা যাবে নতুন মোড়। অনুজ নাকি ফিরবে ধারাবাহিকে। অনুজের ধারাবাহিকে মৃত্যু দেখানো হলে, সিরিয়ালের ও যে বিদায় ঘণ্টা বেজে যাবে তা ধরেই নিয়েছিলেন দর্শকেরা। অবশেষে নতুন খবর এল সামনে।