টলিপাড়ায় (Tollywood) একের পর এক সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যেই আরও এক সিরিয়াল বন্ধের জল্পনা। ইন্ড্রাস্ট্রির অন্দরের খবর, খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে জি বাংলার ধারাবাহিক 'মুকুট' (Mukut)।
নারীশক্তির গল্প বলতেই চলতি বছরের মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে এই সিরিয়াল। মুখ্য চরিত্রে রয়েছেন শ্রাবণী ভুঁইঞা এবং নবাগত অভিনেতা অর্ঘ্য মিত্র।
কিন্তু গত পাঁচ মাসে একবারও টিআরপি তালিকার প্রথম দশে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। জানা যাচ্ছে, সেই কারণেই এই ধারাবাহিকটি বন্ধ করার কথা ভাবছে চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন - শুভশ্রীর প্রযোজনায় নুসরতের আইটেম নাম্বার! ভাইরাল হল নাচ
যদিও ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার কোনও খবর অভিনেত্রীর কাছে নেই বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায়, শিল্পীদের কাছে সিরিয়াল বন্ধের খবর অনেকটা দেরিতে পৌঁছায়। তাঁর কাছে এখনও এখনও এরকম কোনও খবর নেই। একইসঙ্গে তিনি এও জানিয়ে দেন, দর্শকদের প্রতিক্রিয়া ভালই, কাজেই কেন বন্ধ হবে সিরিয়াল?