দীর্ঘ ১৭ বছর । 'রান্নাঘর' (Rannaghor) জুড়েছিল বাংলার ঘরে ঘরে । কিন্তু, এবার তার পথ চলা শেষ হচ্ছে । অন্তিম পর্বের শুটিংও হয়ে গেল । সেট থেকে করলেন লাইভ ভিডিও । সেখানেই সুদীপা (Sudipa Chatterjee) জানালেন, রান্নাঘর শেষ হয়ে যাচ্ছে । ৩১ ডিসেম্বর শেষবার টিভির পর্দায় দেখা যাবে ‘রান্নাঘর’ (Rannghor will end soon)।
শেষদিনের শুটিংয়ে আবেগঘন সুদীপা । তবে,চুটিয়ে মজাও করলেন । সুদীপাকে শেষদিন দেখা যাবে গোলাপি শাড়ি ও জমকালো গয়নায় । অতিথি হিসেবে থাকছেন কাঞ্চন মল্লিক, শ্রীপর্ণা । এদিন ভেটকি মাছের স্পেশ্যাল ডিশ রেঁধে দেখাবেন সুদীপা । শুক্রবার সেট থেকে লাইভ ভিডিও করে রান্নাঘরের টিমের সঙ্গে পরিচয় করালেন সুদীপা । সিনেমাটোগ্রাফার থেকে স্পটবয়- সবার সঙ্গে পরিচয় করালেন দর্শকদের । কীভাবে শুটিং হয়, সেটাও দেখালেন । টিমের সঙ্গে খুনসুটিতে মাতেন সুদীপা । কেন রান্নাঘর শেষ হয়ে যাচ্ছে ? দর্শকদের প্রশ্নে সুদীপার উত্তর, ‘যার শুরু আছে, সেটার শেষ তো হবেই। শেষ হচ্ছে বলেই তো নতুন কিছু শুরু হচ্ছে ।’
আরও পড়ুন, Parambrata Chatterjee: ফের ফেলুদার জুতোয় পা গলালেন পরম, আসছে 'সাবাশ ফেলুদা'
২০০৫ সালের ৯ মে শুরু হয়েছিল ‘রান্নাঘর’-এর সম্প্রচার। শুরু থেকেই এই শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা । মাঝে বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন । আবার ফিরে আসেন 'রান্নাঘর'-এ । কয়েক মাস আগেই ধুমধাম করে ৫০০০ পর্বের সেলিব্রেশন করেছিল গোটা টিম । তবে এবার শেষ হয়ে যাচ্ছে দীর্ঘ পুরনো এই শো । আগামী ২ জানুয়ারি থেকে ‘রান্নাঘর’-এর জায়গা নিচ্ছে ইন্দ্রাণী হালদারের নতুন শো ‘ঘরে ঘরে জি বাংলা’।