জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড (Zee Bangla Sonar Songsar Award) নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের টুকরো টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন ধারাবাহিকের কলাকুশলীরা । কিন্তু, কে হল সেরা অভিনেতা-অভিনেত্রী, বেস্ট জুটিই বা কে...তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন দর্শকরা । অবশেষে অ্যাওয়ার্ড শো-এর সম্প্রচারণের তারিখ, সময় ঘোষণা করে দিল জি বাংলা (Zee Bangla) । ২৬ মার্চ রবিবার সন্ধে সাড়ে সাতটায় দেখা যাবে জি বাংলা সোনার ,সংসার অ্যাওয়ার্ড।
জানা গিয়েছে, ৯ ফেব্রুয়ারি রাতে বসেছিল জি বাংলা সোনার সংসার অ্য়াওয়ার্ড ২০২৩-এর মেইন ইভেন্ট । জি পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । রেড কার্পেটে আগুন ঝড়িয়েছে মিঠাই, গৌরী, পর্ণা, জুঁই, জগদ্ধাত্রীরা । ধারাবাহিকের থেকে একেবারে হটকে লুকে দেখা গিয়েছে তাঁদের । নায়িকাদের সমান টেক্কা দিয়েছেন ধারাবাহিকের নায়করাও । জানা গিয়েছে, চলতি বছরে সবথেকে বেশি পুরস্কার জিতে নিয়েছে ধারাবাহিক 'জগদ্ধাত্রী' ।
এবারের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর অঙ্কুশ হাজরাকে । তাঁদের বিশেষ সম্মানও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । সেই তালিকায় রয়েছেন রচনা, বিশ্বনাথ বসু, আবির চট্টোপাধ্যায়রা ।