আজ বিশ্ব পিতৃ দিবস। এই বিশেষ দিনে অনেকেই বাবার সঙ্গে ছবি শেয়ার করেছেন। কিন্তু অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী ট্যুইঙ্কেল খান্না স্বামীকে জানালেন ফাদার্স ডে’র শুভেচ্ছা। টুইঙ্কেল লিখলেন , অক্ষয় কুমারকে বিয়ে করার একটি কারণ হল তিনি জানতেন অক্ষয় একজন ভাল বাবা হবেন। এবং তিনি আরও লিখলেন , তাঁর সন্তানরা ভবিষ্যতে একটি প্রতিভাবান জিনের অধিকারী হবে। ৫০ বছরে যাতে আমি তাঁকে দেখে বলতে পারি তাঁর সন্তানরা আজ যা কিছু সেটা তাঁর জন্যই। এরপর ট্যুইঙ্কেল লিখেছেন, এমন একজন মানুষ যে সারাক্ষণ নিজের পরিবারকে আগলে রাখে তাঁকে বাবা দিবসের শুভেচ্ছা।
Dharmendra : আশি পেরিয়েও তিনি হিম্যান, নাতির বারাতে জমিয়ে নাচ ধর্মেন্দ্রর
আজ বাবাদের দিন। জুন মাসের তৃতীয় রবিবার এই দিনটা তুলে রাখা হয় সুপার হিরো’দের জন্য। সত্যি সত্যিই এই মানুষটা না থাকলে এত সহজ হত না জীবন না। বাবাদের সঙ্গে ছবি শেয়ার করে একথা স্বীকার করে নিয়েছেন টলিউডের সেলিব্রিটিরাও