বৃহস্পতিবার টুইটারে ‘বিশেষ’ পরিচিতি হারালেন ভারত সহ বিশ্বের গণ্যমান্য বহু মানুষ। সেই তালিকায় যেমন অমিতাভ বচ্চন-শাহরুখ খান রয়েছেন, তেমনই রয়েছেন রাহুল গান্ধী-বিরাট কোহলিও। টুইটার সূত্রে খবর, এবার থেকে যাঁরা টাকা দিয়ে ‘ব্লু টিক’ পরিষেবা গ্রহণ করবেন, কেবলমাত্র তাঁরাই এই বিশেষ সুবিধা পাবেন।
জানা গিয়েছে, এখন থেকে ব্যবহারকারীদের ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা ব্যয় করতে হবে। এছাড়া কোনও সংস্থা টুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চাইলে খরচ পড়বে প্রায় ৮২ হাজার টাকা। উল্লেখ্য, এতদিন প্রায় তিন লক্ষ ব্যবহারকারীর নামের পাশে ব্লু টিক বসত। যার সংখ্যা বৃহস্পতিবার এক লহমায় ছেঁটে প্রায় অর্ধেক করা হয়েছে বলেই খবর।
আরও পড়ুন- West Bengal Weather Update: তাপমাত্রা কমবে, শুক্রবার বিকেল থেকেই হতে পারে বৃষ্টি
শুধু ভারত নয়, গোটা বিশ্বজুড়ে টুইটারে 'ব্লু-টিক' হারা হয়েছেন ওপরা উইনফ্রে, জাস্টিন বিবার, কেটি পেরি মতো তারকারাও। এই তালিকায় রয়েছেন বিল গেটস-পোপ ফ্রান্সিসের মতো মানুষও।