বাংলা ছবির জন্য গর্বের মুহূর্ত। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে একাধিক বাংলা ছবি। অমৃতা চট্টোপাধ্যায় এবং পাওলি দাম অভিনীত দু'টি ছবি রয়েছে 'এশিয়ান সিলেক্ট' বিভাগে।
ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত 'ছাদ' ছবিটি নানা দেশে পুরস্কৃত হয়েছে ইতিমধ্যে। ছবির কেন্দ্রীয় চরিত্রে পাওলি দাম। পাশাপাশি অমৃতা চট্টোপাধ্যায় অভিনীত 'চাবিওয়ালা' ছবিটিও প্রতিদ্বন্দিতা করবে অন্যান্য ছবির সঙ্গে।
Ankush Hazra Shikarpur: প্রথমবার ওয়েব সিরিজে অঙ্কুশ, প্রকাশ্যে ট্রেলার
আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।