দেশ বিদেশজুড়েই শাহরুখের অগণিত ভক্ত ছড়িয়ে। তাঁদেরই মধ্যে দুই অন্ধভক্ত ঘটিয়ে ফেললেন এক আজব ঘটনা। মন্নতের নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে কিং খানের বাড়ির ৪ তলায় পৌঁছে গেলেন দুই ভক্ত।
বৃহস্পতিবার মন্নতের দেওয়াল বেয়ে ৪ তলার ঘরে পৌঁছে গিয়েছিলেন দুই বাদশা ভক্ত। তবে শেষরক্ষা হল না, নিরাপত্তারক্ষীদের হাতে ধরাও পড়েছেন তাঁরা।
Iman Chakraborty : ইমনকে লক্ষ্য করে 'অশালীন আচরণ', 'ইঙ্গিত', গ্রেফতার অভিযুক্ত
সূত্রের খবর, কিং খানের এই দুই ভক্ত গুজরাটের সুরাটের বাসিন্দা। বয়স, ১৯-২০-এর মধ্যে। বাংলোর পেছন দিকের দেওয়াল বেয়ে সবার অলক্ষে শাহরুখের ঘরে পৌঁছানোর আগেই ধরা পড়ে যান তাঁরা। বান্দ্রা থানায় দুই ভক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশি জেরার মুখে দুজনেই জানিয়েছেন, তাঁদের প্রিয় নায়ককে একবার দেখবেন বলেই দেওয়াল বেয়ে তাঁর ঘর পর্যন্ত পৌঁছে গেছিলেন দুজন, কিং খান অবশ্য ঘরে ছিলেন না সে'সময়ে।