উজান গঙ্গোপাধ্যায়, ইন্ডাস্ট্রির উঠতি নায়কদের মধ্যে বেশ প্রমিসিং। প্রথম ছবি 'রসোগোল্লা' দিয়েই মন কেড়েছিলেন দর্শকদের। সাম্প্রতিক ছবি 'লক্ষ্মীছেলে'ও দারুণ সাড়া ফেলেছে। পরপর দুটি ছবি হিট। বড় হাউজে হাতেখড়ি হতে চলেছে কৌশিক-চুর্ণির পুত্রের।
শোনা যাচ্ছে এসভিএফ এর সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন উজান। অভিরূপ ঘোষের পরিচালনায় আসবে নতুন ছবি।
Sonamoni Saha: প্রযোজকের বিরুদ্ধে কোটি টাকা বকেয়ার অভিযোগ, বন্ধ সোনামণির প্রথম ছবির শ্যুটিং
ইতিমধ্যে কেরিয়ারের দুটি ছবিতেই উজানের অভিনয় প্রশংসিত হয়েছে। প্রথম ছবির পর বেশ কয়েক বছরের ব্যবধান, তারপর অক্সফোর্ডে পড়তে যাওয়া, ফিরে এসে দ্বিতীয় ছবির প্রচার, সব নিয়ে ব্যস্ত থেকেছেন উজান। অক্সফোর্ডে রেজাল্টও হয়েছে দুর্ধর্ষ।